বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ফজলর রহমান মেম্বারের ৮ম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার

35 - 35Shares
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম ফজলুর রহমান মেম্বারের ৮ম মৃত্যু বার্ষিকী ১৮ আগষ্ট মঙ্গলবার । এ উপলক্ষে মরহুমের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউ-েশনের নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদ। উল্লেখ্য মরহুম ফজলুর রহমান মেম্বার ছিলেন স্বাধীনতার পর থেকে জালালপুর ইউনিয়নের একসাথে তিনবারের জনপ্রিয় ইউপি সদস্য ও দক্ষিণ সুরমার একজন সুনামধন্য সালিশি বিচারক। তিনি স্বাধীনতার পূর্বে ১৯৬৯ সনে তৎকালিন সদর থানার আনসার বাহিনীর কমা-ার ছিলেন। তিনি আজীবন গনতন্ত্রী পার্টি করেছেন। পীর হবিবুর রহমানের একনিষ্ট সহযোদ্ধা ছিলেন। মৃত্যু কালীন সময়ে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহবায়ক ছিলেন। তিনি চলে যাওয়ার পর এলাকাবাসী তার নামে ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউ-েশন করে শিক্ষাসেবায় সাধ্যমত সেবা কার্যক্রম চালিয়ে তার স্মৃতি আক্ষুন্ন রাখছেন।
ফজলু মেম্বারের মৃত্যু বার্ষিকীতে প্রতিবছরের ন্যায় এবারও ১৮ আগষ্ট মঙ্গলবার বাদ জোহর এলাকাবাসী সকল মরহুম মুরব্বীয়ানদের আত্মার মাগফিরাত কামনায় ফাউ-েশনের পক্ষ থেকে জালালপুর বাজারের উত্তর ও দক্ষিণ জামে মসজিদে ও খতিরা মসজিদে মিলাদশরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে বসবাসকারী মরহুমের সন্তানদের উদ্যোগে লুটন সেন্ট্রাল মসজিদেও এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি
35 - 35Shares