বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান সেলিম আর নেই: পররাষ্ট্রমন্ত্রীর শোক

সিলেট এক্সপ্রেস সিলেট শহরের রায়নগর নিবাসী বিশিষ্ট কবি ও অধ্যাপক আব্দুল হান্নান সেলিম আর নেই। করোনায় আক্রান্ত হয়ে তিনি শামসুদ্দিন হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২৮আগস্ট) সকাল সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আব্দুল হান্নান সেলিম ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহপাঠী এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের চাচা।
বিষয়টি দৈনিকসিলেটকে নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
তিনি ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার পরিচালক।
মরহুমের জানাযা আজ বিকেল সাড়ে ৫টায় মানিকপীর গোরস্তানে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আব্দুল হান্নান সেলিম যুবলীগের কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রীর শোক:
সিলেট শহরের রায়নগর নিবাসী বিশিষ্ট কবি ও অধ্যাপক আব্দুল হান্নান সেলিমের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।