বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৯
আপডেট : ৩ বছর আগে

বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার আহবায়ক কমিটির সভা গত ২০ সেপ্টেম্বর মদিনা মার্কেটস্ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার আহবায়ক আলী আহমদের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুল জব্বার শাহীর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আজিজুর রহমান, সৈয়দ জাহাঙ্গির আলম, হরমুজ আলী, আলী হোসেন, আল আমিন, জসিম উদ্দিন, সামিউল ইসলাম, নজরুল ইসলাম, দোলাল আহমদ, নান্টু পাল, ওসমানী বেপারি, লুৎফুর রহমান, আবজাল হোসেন প্রমুখ। সভায় সংগঠনের কার্যক্রম জোরদারের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় কার্যক্রমের সহযোগিতার জন্য ইতিপূর্বে ঘোষিত ৫ সদস্য আহবায়ক কমিটি কে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।