“বিএমএলপিগ্যাস ইসলামিক আইকন ২০২১’ সিলেট অঞ্চলের অডিশন সম্পন্ন”

99 - 99Shares
আসছে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশে এই প্রথম কলেজ ও বিশ^বিদ্যালয়, আলেমে দ্বীন ও ইসলামিক ট্যালেন্টদের নিয়ে দেশব্যাপী জাতীয় প্রতিযোগিতা ও মেগা রিয়েলিটি শো “বিএমএলপিগ্যাস ইসলামিক আইকন ২০২১’ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সিলেট অঞ্চলের অডিশন পর্ব গত রবিবার ২৮ ফেব্রুয়ারি ২০২১ইং নগরীর সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজে অনুষ্ঠিত হয়। অডিশন পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামিক আইকন ২০২১ এর আঞ্চলিক কো-অর্ডিনেটর মুহাম্মদ আব্দুশ শাকুরের পরিচালনায় ও সিলেট শিক্ষা বোডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকী চৌধুরীর সভাপতিত্ব আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার উপ-পরিচালক মাওলানা শাহ মো: নজরুল ইসলাম, সৎপুর কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা সালেহ আহমদ, মারকাজুল হেদায়ার মুহতামিম মাওলানা নুরুজ্জামান সাঈদ, বিচারক প্যানেলের দায়িত্ব পালন করেন জয়দা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো: মখছুছুল করিম, জালালাবাদ কলেজের ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক ছায়েম আহমদ চেšধুরী, গজমহল ট্যানারী হাইস্কুল, ঢাকার সিনিয়র শিক্ষক ও কলামিস্ট মাওলানা মুহাম্মদ আব্দুল কাহহার, কারেন্ট নিউজের সহ-সম্পাদক এস.এ.আর ছিবগাতুল্লাহ। মুল পর্বে অংশগ্রহণের জন্য অডিশনের বাছাই পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। । গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানটি প্রচারিত হবে যেখানে মহাগ্রন্থ আল কুরআন ও হাদিসের শব্দানুবাদ, বাক্যানুবাদ, শানে-নুজুল, ব্যাখ্যা, শিক্ষা, বিধান , ইসলামিক কারেন্ট নলেজ ও বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে পারদর্শী প্রতিভাবানরা অংশগ্রহণ করছেন।
গত ০২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে রাজধানীর বায়তুল ভিউ টাওয়ারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এই রিয়েলিটি শো এর অডিশন পর্ব দেশব্যাপী ইতিমধ্যে শুরু হয়েছে । এরই অংশ হিসেব ২৮/০২/২০২১ সকাল ১০ টায় সিলেটস্থ জালালাবাদ কলেজ সিলেট এ সম্পন্ন হয় । সিলেট অঞ্চলের অডিশনের বাছাই পর্বে অর্ধশত এর উপরে প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। বাছাইকৃতদের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের মাধ্যমে মোট ১৮জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়। ইয়েস কার্ডপ্রাপ্তদের নিয়ে আগামী ৬ মার্চ থেকে ঢাকায় গ্রুমিং করানো হবে । অনুষ্ঠানটির মূল পর্বে বিজয়ী তিনজন পাবেন বিদেশে উচ্চশিক্ষা ও ওমরাহ হজ্জ্ব পালনের সুযোগ। এছাড়া, বিজয়ীদের নগদ প্রদান করা হবে যথাক্রমে ৭ লাখ, ৪ লাখ ও ২.৫ লাখ টাকা সব মিলিয়ে ১৩ লাখ টাকা। অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে থাকবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামিক স্কলারগণ।
99 - 99Shares