বাল্যবিবাহ প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ

সিলেট এক্সপ্রেস ডেস্ক : পল্লী সমাজের উদ্যোগে গত সোমবার সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লাক্কাতুরা এলাকায় অভিভাবক ও কিশোরীদের মধ্যে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও তথ্য কার্ড বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন- সুশাসনের জন্য নাগরিক সিলেটের সভাপতি ও যৌন হয়রানি নির্মূল করণ নেটওয়ার্কের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যৌন হয়রানি নির্মূল করণ নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক ইউসুফ আলী, ইউপি সদস্য রংবাহাদুর জুট, সমাজসেবক ছন্দু মিয়া, জিয়াউর রহমান, হাদীস মিয়া, আমির হোসেন, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মুহাম্মদ কায়েম উদ্দিন, সিনিয়র উপজেলা ম্যানেজার লিগ্যাল এইড সাইদুর রহমান, কর্মসূচী সংগঠক সিইপি বিউটি রায়, কর্মসূচী সংগঠক মাইগ্রেশন কলি বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহরোধে করণীয় ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে অভিভাবক ও কিশোদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগী হতে হবে। একটা সময় ছিল যখন মানুষ বিয়ের বয়স নিয়ে ভাবত না। এখন সবার মধ্যে সচেতনতা এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার মূল কারণ বাল্যবিবাহ। এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিতে হবে। মেয়েরা যেন শিক্ষা, চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার না হয়, সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।