বালাগঞ্জে সিলেটের জেলা প্রশাসকের আগমন

22 - 22Shares
মির্জা আব্দুুল হক জালালাবাদী, বালাগঞ্জ প্রতিনিধি:- দুটিপাতা একটি কুড়ি, হযরত শাহ্ জালালের স্মৃতি বিজড়িত পূর্নভূমি সিলেট জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব,এম কাজী এমদাদুল ইসলাম আজ ১৪ জানুয়ারি ২০২১ শীতলপাটির জন্য প্রসিদ্ধ ঐতিহ্যবাহী বালাগঞ্জ পরিদর্শনে আসেন।তিনিকে ফুলের তুড়া দিয়ে স্বগত যানান বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর,ও উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এবং উপজেলা সহকারী (ভূমি) পলাশ মণ্ডল সহ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।পরিদর্শন কালে বালাগঞ্জের উপজেলা সদরে নির্মাণাধীন মডেল মসজিদ, বালাগঞ্জ থানা ও বালাগঞ্জের বড়াভাঙ্গা(বড়ভাগা) নদীর উপর প্রস্থাবিত সেতু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ৭ তলা ভবন পরিদর্শন করেন। জেলা পশাসক মহোদয়কে ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্ত বালাগঞ্জের ঐতিহ্যবাহী শীতলপাটির ফাইল ফোল্ডার ও বক্স উপজেলা পরিষদের পক্ষ থেকে উপহার প্রদান করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাকুর রহমান মফুর মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার জনাব দেবাংশু কুমার সিংহ মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল মহোদয়।
পরে।পূর্বগৌরীপুরে “আমার বাড়ি আমার খামার” পরিদর্শনকালে বিনদপুর সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মহোদর উক্ত অনুষ্টানে উপস্থিত ছলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর,উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা সহকারী (ভূমি) পলাশ মণ্ডল, পূর্বগৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস এবং ইউপি সদস্যবৃন্দ সহ স্থানিয় নেত্রিবৃন্দ ও সর্বস্থরের জনসাধারণ।
22 - 22Shares