বালাগঞ্জে প্রবাসী উদ্যোগে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান প্রশংসনীয় ..

বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের প্রশংসনীয় অবদান রয়েছে। সরকারের পাশাপাশি প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থে স্কুল, কলেজ, মাদরাসা প্রতিষ্ঠাতা, সড়ক সংস্কারসহ বিভিন্ন জনহিতকর কাজ পরিচালনা করছেন। প্রবাসীদের এসব অবদানকে আমাদের সম্মান জানাতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকালে উপজেলার শিওরখাল গ্রামের প্রবাসীদের উদ্যোগে শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গ্রামের সড়ক পাকাকরণ কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, সিলেট জেলা পরিষদের সদস্য নূরুল ইসলাম ইছন, সিলেট মহানগর আওয়ামী লীগের উস্তার মিয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার আইনজীবী আকলিমা বিবি, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী রেজওয়ান আলী কয়েছ, পর্তুগাল প্রবাসী হাজী তুরণ খান, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজ গভর্ণিংবডির সদস্য এনায়েতুর রহমান রাজু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, গ্রামের ত্রয় পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মনোহর খান প্রমুখ।
উল্লেখ্য : গত জানুয়ারি মাসে যুক্তরাজ্যে বসবাসরত শিওরখাল গ্রামের প্রবাসীরা গ্রাম উন্নয়নের লক্ষ্যে একটি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন। তাদের এ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি উত্তরপাড়া পঞ্চায়েত, মাঝপাড়া পঞ্চায়েত ও পূর্ব মাঝপাড়া পঞ্চায়েতের গ্রামবাসী এবং বিদেশের বিভিন্ন দেশে অবস্থানরত গ্রামের প্রবাসীদের সমন্বয়ে গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী মনোহর খানকে সভাপতি করে ‘ত্রয় পঞ্চায়েত কমিটি’ গঠন করা হয়েছে। ত্রয় পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে গ্রামের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মে