বানিয়াচঙ্গে ৬জনকে কারাদন্ড ৩ জনকে অর্থদন্ড

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নে মহিলাসহ আটক ৯ জনকে গ্রাম্য দাঙ্গার সাথে জড়িত থাকার অভিযোগে কারাদন্ড প্রদান করা হয়েছে। তন্মধ্যে ৬জনকে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৩জনকে অর্থদন্ড প্রদান করা হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- মাহতাবপুর গ্রামেরমৃত আকল মিয়ার ছেলে রকিব মিয়া (৪০), আব্দুল লতিফ এর ছেলে হারুন রশিদ (৪০), নিশ্চিন্তপুর গ্রামের রজিব আলীর ছেলে মতি ইসলাম (৫০), আবজল মিয়া (৩৫), মাহতাবপুর গ্রামের মস্তু মিয়ার ছেলে শাহনাজ মিয়া (২৬), মৃত আকল মিয়ার ছেলে শফিক মিয়া (৫০) কে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । এছাড়া রূপজান বিবি, সুহেনা আক্তার ও আনোয়ারা খাতুনকে জনপ্রতি ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের শফিক মিয়া এবং হারুন মিয়ার মধ্যে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত রোববার রাতে উভয় পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই নাজমুল হকসহ একদল পুলিশ রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌছে উভয়পক্ষের লোকজনকে নিভৃত করেন। পরে এলাকায় অভিযান চালিয়ে দাঙ্গার সাথে জড়িত থাকার অভিযোগে মহিলাসহ ৯ দাঙ্গাবাজকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে ওই ৯ দাঙ্গাবাজকে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে হাজির করা হলে গ্রাম্য দাঙ্গার সাথে জড়িত থাকার দায়ে ৬জনকে বিনাশ্রম কারাদন্ড ও ৩জনকে অর্থদন্ড প্রদান করা হয়। তন্মদ্যে ৬জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকী ৩জন মহিলা তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খন্দকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।