বানিয়াচংয়ে স্বামীর লাথিতে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক

3 - 3Shares
মখলিছ মিয়া ।। বানিয়াচংয়ে পারিবারিক কলহের জের ধরে স্বামীর লাথিতে স্ত্রী জলি আক্তার (২৬) মারা গেছেন। এঘটনায় ঘাতক স্বামী জায়েদকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের মুথুরাপুর গ্রামের চনু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বুধবার ( ৫ আগস্ট) পরিবারের অর্থনৈতিক টানাপোড়নের বিষয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী জলি আক্তারকে লাথি মারে স্বামী জায়েদ মিয়া। এতে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়লে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় জলি আক্তারকে। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থবোধ করার পর সে বাড়িতে চলে আসে। এর পরদিন বৃহস্পতিবার ( ৬ আগস্ট) জলি আক্তারের অবস্থার অবনতি ঘটলে আবারও নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। তখন সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জলি আক্তারকে মৃত ঘোষণা করেন। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। এদিকে অভিযান চালিয়ে ঘাতক স্বামী জায়েদ মিয়াকে আটক করেছে থানা পুলিশ। জায়েদ এবং জলি আক্তার দম্পতির ২ বছরের ১টি ছেলে রয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে পারিবারিক কলহের জের ধরে। এ পরিবারটি গরীব। কলহের এক পর্যায়ে স্বামী জায়েদ লাথি দেওয়ার পর স্ত্রী জলি আক্তার মারা যায়। ঘাতক জায়েদকে অভিযান চালিয়ে আটক করেছে থানা পুলিশ।
3 - 3Shares