বাংলাদেশ ব্যাংকে (আইএসএস) রিপোর্টিং’ শীর্ষক কর্মশালা শুরু

সিলেট এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, ঢাকার উদ্যোগে সিলেট অফিসের প্রশিক্ষণ হলে ‘ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম (আইএসএস) রিপোর্টিং’ শীর্ষক দুদিনব্যাপি কর্মশালা শুরু হয়েছে। ৯মে বুধবার সকালে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শাহ আলম। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, ঢাকার মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপ পরিচালক আহমদ জুবায়ের মাহবুব পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও সিলেট অফিসের মহাব্যবস্থাপক মোঃ সাজ্জাদ হোসেন ও জীবন কৃষ্ণ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিঃ এর মহাব্যবস্থাপক গোপীনাথ দাশ। দুদিনব্যাপি কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, ঢাকার মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, উপপরিচালক আহমদ জুবায়ের মাহবুব, আইএসএমডির সহকারী পরিচালক কল্যান প্রসাদ কানু। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক জুলফিকার মসুদ চৌধুরী, শান্তনু কুমার রায়, মোঃ হারুনুর রশীদ, মোঃ দিদারুল ইসলাম, স্বরূপ কুমার চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ শামসুদ্দিন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, মোঃ জাবেদ আহমদ,মোঃ সাইফুল আলম, শায়েদ ইকবাল ভূইয়া,মোঃ ইকবাল হাসান,মোঃ আব্দুল হাফিজ,সুধাংশু রঞ্জন দেব, মোঃ জামাল উদ্দিন চৌধুরী,মোঃ ওয়ারিছ উদ্দিন,মোঃ নুর আহমদ, মো: সাজ্জাদুর রহমান। উপ পরিচালক তাসবিরা হক, শাহ মোঃ আশরাফ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রতিদিন সিলেট বিভাগে কার্যরত তপশীলি ব্যাংকসমুহের ৪০জন কর্মকর্তা অংশ নিবেন।