বাংলাদেশ ব্যাংকে অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে হলুদ দল পূর্ণ প্যানেলে জয়ী
প্রকাশিত : ২৫ জানুয়ারি, ২০২১
আপডেট : ১ মাস আগে

3 - 3Shares
অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ ব্যাংক, সিলেট এর দ্বিবার্ষিক নির্বাচনে মোঃ আব্দুল কাইয়ুম সভাপতি ও মোঃ আল জাহান সাধারণ সম্পাদকসহ হলুদ দল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। ২৫ জানুয়ারি সোম বার সকাল সাড়ে ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্য বিধি ও শারীরিক দূরত্ব মেনে ভোটগ্রহণ চলে। মোট ৪৬ জন ভোটার ভোট প্রদান করেন। বিজয়ী অন্যরা হলেন অনঙ্গ বিজয় চক্রবর্তী ও মোঃ ছালেহ আহমদ- সহসভাপতি, রান্টু চন্দ্র দাস- সহ সাধারণ সম্পাদক, নোমান আহমদ – কোষাধ্যক্ষ, লিপি মজুমদার – দপ্তর সম্পাদক, মনির উদ্দিন – প্রচার ও প্রকাশনা, বিনয় ভূষণ রায়, মোঃ শামীম আহমদ ও জুমারা বেগম- সদস্য। প্রধান নির্বাচন কমিশনার মলয় কান্তি পাল এবং নির্বাচন কমিশনার মোঃ মঈন উদ্দিন ও ধনঞ্জয় পুরকায়স্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিজয়ী কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়।
3 - 3Shares