বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আব্দুর রহমানের সংবর্ধনা

সিলেট এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ আব্দুর রহমান এর ময়মনসিংহ অফিসে বদলী উপলক্ষে ব্যাংক পরিদর্শন বিভাগের উদ্যোগে বিদায় সংবর্ধনা আজ (সোমবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। উপমহাব্যবস্থাপক মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মাকসুদা বেগম। উপপরিচালক সমীরণ দাশ এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক শান্তনু কুমার রায়, মোঃ আব্দুল হাছিব, শামীমা নার্গিস, খালেদ আহমদ, মোঃ আমিনুল ইসলাম, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, যুগ্ম পরিচালক জাবেদ আহমদ, সাইফুল আলম, মোঃ বদরুল আলম, ফরিদ আহমদ, জামাল উদ্দিন চৌধুরী, ওয়ারিছ উদ্দিন, নুর আহমদ, মোঃ বাবুল আক্তার, রবি লাল দত্ত, রাজেশ আচার্য, বিপ্লব চন্দ্র দত্ত, উপপরিচালক শাহ মোঃ আশরাফ সিদ্দিকী, তাসবীরা হক, সিন্ধু ভূষণ পাল, আব্দুল ফাত্তাহ মোঃ আলমগীর চৌধুরী, শুভংকর দেব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে প্রধান অতিথি ক্রেস্ট প্রদান করেন।