বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হওয়ায় সিলেট বর্ডার গার্ড কলেজে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
প্রকাশিত : ২২ মার্চ, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক : বাংলাদেশ স্বল্পোন্নোত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হওয়ায় সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এবং কলেজ অধ্যক্ষ মো: ফয়জুল হক‘র নেতৃত্বে আজ বৃহস্পতিবার বেলা ১১.০০ ঘটিকায় কলেজ প্রাঙ্গন থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে নগরীর মদিনা মার্কেট, পাঠানটুলাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৪৮ বিজিবি গেইট হয়ে কলেজ মাঠে এসে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ ফয়জুল হক। বর্ণাঢ্য এ র্যালীতে তথ্য সম্বলিত লিখা ফেস্টুন, প্লেকার্ড ও ব্যানারসহ স্কুল এন্ড কলেজে‘র প্রায় দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।