বরেণ্য আলেম শায়খ আব্দুশ শহীদ ঘোলমুকাপনী সিসিইউতে ভর্তি, দোয়া কামনা
প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৯
আপডেট : ১ বছর আগে

সিলেটের বরেণ্য আলেম জামেয়া দারুস সুন্নাহ ঘোলমুকাপন মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সহ-সভাপতি প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আব্দুশ শহীদ শায়খে ঘোলমুকাপনী গুরুতর অসুস্থ হয়ে সিলেট নগরীর নয়াসড়স্থ মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন।
সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী জানান, শায়খে ঘোলমুকাপনী দীর্ঘদিন থেকে নানা রোগে ভুগছিলেন। গত শনিবার জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগ দেখা দিলে সাথে সাথে পরিবারের সদস্যরা মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করান। তিনি বর্তমানে হাসপাতালের ৮ তলায় চিকিৎসাধীন রয়েছেন। আল্লামা শায়খ আব্দুশ শহীদ ঘোলমুকাপনীর সুস্থতার জন্য দেশবাসী সহ সিলেটবাসীর কাছে দোয়া কামনা করেছেন আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি ও সিলেট জেলা জমিয়তের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন।