বনের রাজা বানর!
প্রকাশিত : ০৩ মে, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

মিনহাজ ফয়সল:
খবর শুনে সবাই ভয়ে
সিংহ মামা গুম
বাঘের ঘরে তালা দেয়া
শেয়াল চোখে ঘুম।
হাতি কাদায় লড়াই করে
পাড়ে খেলে সাপ
হরিণ বনে ঘুরে বেড়ায়
চায় না নিতে চাপ।
গাছের ডালে বানর নাচে
পাখি করে গান
ভালুক বনে চুপটি থাকে
বাঁচায় নিজের জান!
বোকা গাধা বোঝা টানে
বনে যেতে ভয়
কুমির জলে খাবার খুঁজে
ব্যস্ত নিজে রয়।
শকুন ওড়ে শিকার খুঁজে
দৃষ্টি তারই টুপ
বানর হলো বনের রাজা
বনের পশু চুপ !!