বনকলাপাড়ায় সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর ৭নং ওয়ার্ডের বনকলাপাড়ায় সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গত রবিবার রাতে বনকলাপাড়া হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে প্রতিবাদ সভায় স্বদেশ আচার্য্যরে সবাপতিত্বে ও সুমন আচার্য্যরে পরিচালনায় বক্তব্য রাখেন বিষু রঞ্জন পাল, ভজন কান্তি দাস, ইমন কান্তি দাস, লিঠন দেব নাথ, কানন কান্তি দাস, ইন্দ্র দেব নাথ, বাবুল ঘোষ, জয় রায়, রাজন তালুকদার, রাজি কান্তি দাস,শ্রীবাস দাস, অমৃত পাল, লিমন দেব নাথ, কার্তিক দাস, অনিল দাস, বাদল দাস, প্রমুখ। বক্তারা বলেন সুবিদবাজার বনকলাপাড়ায় কোন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। দীর্ঘদিন যাবত এ এলাকায় হিন্দু- মুসলমানরা একসাথে বসবাস করে আসছে। পূজাপার্বন বা যেকোনো ধর্মীয় উৎসবে কোন প্রকার সমস্যা হয় না। বরং পান্না চৌধুরী বিভিন্ন সময় জায়গা বিক্রির নামে বিভিন্ন লোককে প্রতারণা করে আসছেন । প্রতারণা ঢাকতে ও নিজেকে রক্ষার জন্য সংখ্যালঘুর নির্যাতনের ইস্যু তৈরী করেছেন। এসময় বক্তারা সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।