বঙ্গবীর জেনারেল ওসমানী’র জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে তিন মাস ব্যাপী কর্মসূচী ঘোষণা

মো. আব্দুল বাছিত:
বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র জন্ম শতবার্ষিকী-২০১৮ উদযাপন উপলক্ষে তিন মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়েছে। বুধবার সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র জন্ম শতবার্ষিকী উদ্যাপন পরিষদ আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবনিমিয় সভায় এই কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়। পরিষদের চেয়ারম্যান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. এম. এ. মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষে গৃহীত কর্মসূচী সম্পর্কে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্য সচিব ও প্রধান সমন্বয়ক, দৈনিক সিলেট সংলাপের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ ফয়জুর রহমান। মতবিনিময় সভা পরিচালনা করেন পরিষদের যুগ্ম সদস্য সচিব আবু তালেব মুরাদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি ও পরিষদের কো-চেয়ারম্যান প্রফেসর ড. আতফুল হাই শিবলী। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেটন এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, এডভোকেট নওশাদ আহমদ, আলহাজ¦ এম এ আহাদ। মতবিনিময় সভায় জাতির বৃহত্তর স্বার্থে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য তিনমাস ব্যাপী কর্মসূচীর বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।