বঙ্গবন্ধুর ৪৪ শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সিবিএ আঞ্চলিক কমিটি সিলেটের দোয়া মাহফিল ও গণভোজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন আঞ্চলিক কমিটির সিলেটের উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর রাতে বিশ্বনাথ উপজেলার মিরাবাজার বাজারস্থ হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া দাখিল মাদ্রাসা এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এতিম শিশুদের মধ্যে শিরনি বিতরণ আমন্ত্রিত করেন অতিথিবৃন্দ।
বাংলাদেশ ব্যাংক সিবিএ আঞ্চলিক কমিটি সিলেটের সভাপতি মো. মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তরিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের মহা-ব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়, মহা-ব্যবস্থাপক মাকসুদা বেগম, সিবিএ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক।
উপস্থিত বাংলাদেশ ব্যাংক সিলেটের নীল দলের সভাপতি কবীর আহমেদ শরীফ, সহ-সভাপতি সতীশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দত্ত, সি.বি.এ কেন্দ্রীয় কমিটির নেতা মোস্তাফিজুর রহমান, আন্তার্জাতিক সম্পাদক আসাদ উদ্দিন, সি.বি.এ সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মো. আলমগীর, মাহমুদুল হাসান, মো. তোফাজ্জল হোসেন, মো. মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন খান, মো. আতিকুর চৌধুরী প্রমুখ।