বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২২নং ওয়ার্ড যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল

সিলেট এক্সপ্রেস ডেস্ক: শোকাবহ আগস্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারবর্গের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ২২নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার বাদ এশা ২২নং ওয়ার্ডের উপশহরস্থ ডি ব্লকের মসজিদে অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, ২২নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সদস্য সালেহ আহমদ সেলিম, মহানগর যুবলীগের নব নিার্বচিত সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, ১৯নং ওয়ার্ড সভাপতি আব্দুর রব সায়েম, ২২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহির আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. বুলবুল ইসলাম চৌধুরী, এনামুল হক লিলু, আহমেদ মিতুল, সুলতান মাহমুদ সাজু, জহির উদ্দিন, ইসলাহ উদ্দিন বাবলু, নজরুল ইসলাম, ফাহাদ আহমদ, জুনেদ আহমদ, মিনহাজ চৌধুরী লিটন, রুহেল আহমদ রুহিন, সহ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।