বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বিভিন্ন কর্মসূচী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। ১৭ ই মার্চ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধুর ম্যূারালে পুস্পস্তবক অর্পন করেন পরে দুপুরে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের সম্মুখে মসজিদ উদ্বোধন করা হয় এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মসজিদে উদ্বোধনী ফলক উম্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাবেক সংসদ সৈয়দা জেবুন্নেছা হক, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল, কার্যনির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সুয়েব আহমদ, মজির উদ্দিন, মোস্তাক আহমেদ পলাশ ও সিলেট জেরা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা, বাংলাদেশ রেড ক্রিসেন্ড সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল,মো. নাজিম খান, নিজাম উদ্দিন, শমসের রাসেল, মাতৃমঙ্গল হাসপাতালের হিসাব রক্ষক কর্মকর্তা আমির জামানসহ যুব রেডক্রিসেন্টের সদস্যরা। মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন শেখঘাট জামে মসজিদের ইমাম মাওলানা সাদিকুর রহমান।