বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে

145 - 145Shares
ইফতেখার শামীম রাস্তার দু’পাশে নেই হকার, ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝখানে হলুদাভ পাপড়ি মেলে পথচারীদের সুবাসিত করছে গাঁদা ফুল। চৌহাট্টা-জিন্দাবাজারের রাস্তাকে ঠিক কতদিন আগে এমন রূপসীরূপে দেখেছে সিলেটবাসী, নিশ্চয়ই সঠিক উত্তর দিতে পারবেন না কেউ’ই। এমন শহর দেখে আমরা নিশ্চয় গুণগুণিয়ে গাইতে পারি, ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা কিংবা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না’কো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিলেট বিভাগ বিশ্বের দরবারে বহুল পরিচিত। কিন্তু ছোট্ট সিলেট শহরও যে একসময় ঝকঝকে তকতকে হয়ে উঠবে, চৌহাট্টা জিন্দাবাজারের মতো ব্যস্ত রাস্তাও লোকজনের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে সিলেটবাসীর জন্য তা অকল্পনীয় ছিলো। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের তৎপর ও সুনিশ্চিত পরিকল্পনায় সিলেট শহর ধীরে ধীরে দর্শনীয় নগরীতে পরিণত হচ্ছে। সিলেট শহরের এমন মনোহরিণী রূপের কারিগর হিসেবে লোকজনের কাছে প্রশংসিত হচ্ছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
উল্লেখ্য যে, চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের রাস্তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবিলাসী মানুষ স্পটে এসে ছবি তুলে নিয়মিত আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। এতে করে দেশের আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে সিসিকের সৌন্দর্যবধর্ন কার্যপরিক্রমা।
145 - 145Shares