প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার

1 - 1Share
সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মুক্তার আহমদ রাফি(২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত রাফি কোতোয়ালী মডেল থানার অন্তর্গত মোল্লাপাড়ার মৃত সামছুর রহমানের ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায় , গ্রেফতারকৃত রাফি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে বিভিন্ন আপত্তিকর কুরুচীপূর্ন ছবি, অশালীন কথাবার্তা, কুরুচীপুর্ন মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করত।
বুধবার স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগর শাখার সহ সভাপতি মো.জাহাঙ্গীর আলম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৫, তাং-১৫/০১/২০২০।
এর প্রেক্ষিতে বুধবার রাতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশনায় হযরত শাহজালাল (রঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই-দেবাশীষ দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
1 - 1Share