প্রতিবন্ধী কিশোর গুলিবৃদ্ধের ঘটনায় ৭নং ওয়ার্ডে প্রতিবাদ সভা

সিলেট এক্সপ্রেস ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডে কিশোর গুলিবিদ্ধ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ওয়ার্ডবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে কতিপয় সন্ত্রাসীদের অতর্কিত বন্দুকের গুলিতে বাক প্রতিবন্ধী কিশোর মাছুম আহমদ গুলিবিদ্ধের ঘটনা ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণ এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বঙ্গবন্ধ ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় শনিবার রাতে কলাপাড়া পয়েন্টে সর্বস্তরের নাগরিকবৃন্দের সমন্বয়ে এ প্রতিবাদ সভা হয়।
এসময় বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, বিশিষ্ট মুরব্বী জিল্লুর রহমান, লল্লিক চৌধুরী, শাহজাহান মিয়া, হেলাল উদ্দিন মাস্টার, জামাল উদ্দিন, মনিরুজ্জামান মমু, নোমান আহমদ, আব্দুল মুকিত রিপন, নজরুল ইসলাম, জুলহাস আহমদ, কমর উদ্দিন, নুরুল চৌধুরী জুসেফ, লাহিন আহমদ, আব্দুল মতিন, হাজী আবুল কালাম, হাসিম আহমদ সহ উপস্থিত ছিলেন অগণিত জনতা।