পূর্ব গৌরীপুরে রাস্তা পাকাকরন কাজ শুরু

54 - 54Shares
মির্জা আব্দুুল হক জালালাবাদী সরাদেশে রাস্তার ব্যাপক উন্নয়নের অংশ হিসাবে বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নে নূতন সুনামপুর(ঢালারপার)গ্রামে,এল,জি,এসপির অধিনে আজ ২২শে অক্টোবর ২০২০ উক্ত ইউনিয়নের ৯ নং ওয়র্ডে সদস্য, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জালাল আহমদের প্রচেষ্টায় তিনির ওয়ার্ডে ২ টি, সি সি পাকা রাস্তার ঢালাইর কাজ চলছে। ৪০০,০০০(চার লক্ষ) টাকা ব্যায়ে উক্ত প্রকল্পে বাস্তবায়িত রাস্তাগুলু হচ্ছ, একটি মাওঃ আশিকুর রহমানের বাড়ির সামনে এবং অপরটি মোঃ নেফুর আলমের বাড়ির সামনে।একটির দৈর্ঘ ২৭৫ ফিট, অপরটি ২৬০ফিট।উবয় রাস্তার প্রস্ত ০৭ ফিট।এই রাস্তা দুটি পাকা হয়াতে এলাকাদ্বয়ের জনগনের অনেক দিনের দাবী পুরন হলো এবং চলাফেরায় অনেক সুবিধা হবে বলে তারা যানান, স্থানীয় লোকজনের সাথে কথা বলে যানাযায় তাদের মেম্বার জালাল আহমদের মাধ্যমে মাননীয় এমপি মহোদয় আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রচেষ্টায় ও স্থানীয় চেয়ারম্যান বাবু হিমাংশু রঞ্জন দাশের সহযোগীতায় এই ওয়র্ডে সরকারের অনেক উন্নয়ন মুলক কাজ হয়েছে।তাই তাহারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা যানিয়েছেন।
54 - 54Shares