‘পুষ্পাঞ্জলি’ সংকলনের জন্য লেখা আহবান
প্রকাশিত : ০১ অক্টোবর, ২০১৮
আপডেট : ২ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক: আসন্ন শারদীয় শ্রীদুর্গা পূজা ২০১৮ ইং উপলক্ষে সনাতন মুখপত্র ‘পুষ্পাঞ্জলি’ সংকলনের দ্বাদশতম কবিতা সংখ্যা প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বছরও ‘পুষ্পাঞ্জলি’ সংকলন শুধুমাত্র কবিতা দিয়ে প্রকাশ করা হবে। আগ্রহী লিখিয়ে বন্ধুদের কাছ থেকে দুর্গা পূজা সম্পর্কিত কবিতা আহবান করা হয়েছে। লেখক বন্ধুদেরকে আগামী ৫ অক্টোবর শুক্রবারের মধ্যে সজল ঘোষ, সম্পাদক, পুষ্পাঞ্জলি, বিÑ৬০,পল্লবী আ/এ,পনিটুলা, সিলেট-৩১০০, বাংলাদেশ,email-yes.sajol@gmail.com, মোবাইল-০১৭১৬-৮৯১১৮৬, এই ঠিকানায় লেখা পাঠাতে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।