পুলিশ পেটানো সেই সরকারি কর্মকর্তা কারাগারে
প্রকাশিত : ২৭ জানুয়ারি, ২০১৯
আপডেট : ৩ বছর আগে

সিলেট নগরীর চৌহাট্টা থেকে আটক ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা তানজিল আহমদ চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার( মিডিয়া এন্ড কমিউনিকেশন্স) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কনস্টেবল মোহাম্মদ আলী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
শনিবার বিকাল সাড়ে ৫টায় ওয়ান ওয়ে রাস্তায় মোটর সাইকেল আটকানোয় পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীকে মারপিট করেন তানজিল। পরে জনতার সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর তার বিরুদ্ধে দায়ের করা মামলায় রবিবার তাকে কারাগারে প্রেরণ করা হয়।