পাঠকের আকুতি

128 - 128Shares
শাহ্ কামাল আহমদ
বাস্তবতা বড়ই যে কঠিন
যখন ভালোবাসা থাকে
তখন যোগ্যতা থাকে না ।
আর যখন যোগ্যতা থাকে
তখন সেই ভালোবাসার মানুষটা থাকে না ।
কালো মানুষের সাদা দাঁত,,
সুন্দর মানুষের অষ্ট হাসি
শেষ বিকেলের মেয়ে আর
নিরামিষ ভালোবাসায় নতুন করে ছবি আকি ।
সাগরের তলদেশে এবং মানুষের মনের ভিতরে
সোনার খনি, যে পেয়েছে সেই হয়েছে ধনী ।
জীবনে কিছু পথ একা পার হতে হয় ,,
কিছু লড়াই একাই লড়তে হয় ।
আমি কখনো হারিনি -———
কখনো জিতেছি আবার কখনো অনেক কিছু
হারিয়ে অনেক শিখেছি ।
কাপড় বিহীন জন্ম হয়েছিলো মানুষের,,
মৃত্যুকালে সাদা কাপড় দিয়ে মুখমন্ডল ডাকে ।
পাশাপাশি আছি আমরা কতোটা বছর
কে কতখানি চিনেছো হাতের স্পর্শ মানুষ
চলার তাগিদে পুরোনো সিলেবাস খুলে দেখবে
আমরাই সেই মুখস্ত মানুষ ।
আমার ,,শেষ বিকেলের মেয়ে,, এবং
নিরামিষ ভালোবাসা ,, ভাল থেকো
ভাল থাক প্রিয় পাঠক ,,
আবারও দেখা হবে, কথা হবে নতুন কোন বই নিয়ে ।
-——— লন্ডন থেকে -———
128 - 128Shares