পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, বিক্রয় ও মজুদ বন্ধের ব্যাপারে মহামান্য হাইকোর্টের নির্দেশনা
প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১
আপডেট : ২ মাস আগে

2 - 2Shares
মহামান্য হাইকোর্টের গত ০৬ জানুয়ারি ২০২০ইং তারিখের নির্দেশনা অনুযায়ী সারাদেশে পলিথিন শপিং ব্যাগ, উৎপাদন, বিক্রয় ও মজুদ বন্ধের লক্ষ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এর প্রেক্ষিতে সিলেটের সকল ব্যবসায়ীগণকে পরিবেশ বিনষ্টকারী পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, বিক্রয় ও মজুদ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এছাড়াও ভোক্তা সাধারণকে পলিথিন ব্যবহার থেকে বিরত থাকা ও এ বিষয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সূত্রঃ এসসিসিআই/সঃ বিঃ/২০২১/
2 - 2Shares