পরিবর্তনশীল সমাজ কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিলেট এক্সপ্রেস ডেস্ক : বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের বৃহত্তম ছাত্র ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত পরিবর্তনশীল সমাজ কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা গত ১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
পরিবর্তনশীল সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি সুহেল আহমেদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আলমগির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মাসুদ রানা চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠন এর সহ সভাপতি আল আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক জাবেদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক, খালেদ মিয়া, অর্থ সম্পাদক মোঃ হাফিজ মিয়া, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, ধর্ম সম্পাদক মনোয়ার হোসেন, সহ ধর্ম সম্পাদক নেপাল দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ রুমান খান, সমাজ কল্যাণ সম্পাদক কামাল আহমেদ, আন্তজার্তিক সম্পাদক মুহিবুর রহমান, সাংষ্কৃতিক সম্পাদক মুস্তাক আহমেদ, সদস্য নুর আহমদ, ময়নুল ইসলাম, শিপন আহমদ প্রমুখ।
প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করেন। বিজ্ঞপ্তি