নির্বাচনী প্রচারে যোগ দিতে সিলেটের পথে শেখ হাসিনা
প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮
আপডেট : ২ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক: নির্বাচনী প্রচারে যোগ দিতে সিলেটের পথে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি রওয়ানা হন। দুপুরে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন তিনি। সাধারণ মানুষকে দেশের উন্নয়নের সারথি হতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাবেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য পাবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ১৭ জন প্রার্থী। জনতার কাছে তাদের পরিচয় করিয়ে দেবেন তিনি। নৌকায় ভোট চাইবেন তাদের পক্ষে। এজন্য উল্লসিত প্রার্থী ও সমর্থকরাও। এতে ভোটের মাঠে প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। আমাদেরসময়.কস