নিখোঁজ ২ বোনের লাশ উদ্ধার

সুনামগঞ্জের শাল্লা উপজেলার চাপটা বিল হাওরে নৌকা ডুবে নিখোঁজ দুই বোনের লাশ পাওয়া গেছে এক দিন পর। গতকাল শুক্রবার দুপুরে হাওরে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতরা হলেন শাল্লা উপজেলার মির্জাকান্দা গ্রামের শিশু মিয়ার মেয়ে চাঁদনি বেগম (১৮) ও তার চাঁদনির চাচাত বোন সাবিনা বেগম (১৬)।
বাহারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এরা কিশোরগঞ্জের ইটনা উপজেলার আত্মীয়বাড়ি থেকে উপজেলার বাহারা ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের বাড়ি ফিরছিলেন ছোট একটি ইঞ্জিন নৌকায় করে। দমকা হাওয়ায় নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।
বিধান চৌধুরী বলেন, নৌকাটিতে একই পরিবারের ছয় যাত্রী ছিলেন। স্থানীয়রা খবর পেয়ে চার জনকে জীবিত উদ্ধার করলেও চাঁদনি বেগম ও সাবিনা বেগম নিখোঁজ থাকেন। শুক্রবার দুপুরে ডুবুরি ও স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শাল্লা থানার ওসি মো. নূর আলম বলেন, খবর পেয়ে পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। পরে সুরতহাল রিপোর্ট শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।