নারী উদ্যোক্তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট লেখক মুহিত চৌধুরী বলেছেন, নারী উদ্যোক্তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা এখন প্রচলিত সূচিকর্ম আর বুটিকের গন্ডি ছাড়িয়ে ভারী শিল্পে প্রবেশ করছেন। তাদের উৎপাদিত পণ্য রপ্তানী করে তারা দেশের জন্য বৈদেশিক মূদ্রা নিয়ে আসছেন।
সোমবার দুপুরে সিলেট উইমেন্স চেম্বারের পরিচালকদের সাথে ‘রপ্তানী বাণিজ্যে নারীদের সহায়তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যাংকগুলো নারীদের ঋণে নানা জটিলতা সৃষ্টি করায় নারী উদ্যোক্তারা অনেক ক্ষেত্রে কর্মস্পৃহা হারিয়ে ফেলেন অথচ খেলাপী তালিকায় নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেক কম।
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণ লতা রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উইমেন্স চেম্বারের পরিচালক সামসুন নাহার,রাবেয়া আক্তার রিয়া, রাহিলা জেরিন কানন, রাখী মনি সিনহা, বিউটি বর্মন, রুবা খানম ও ওয়হিদা আখলাক।