নাঈম আহমদের খুনের ঘটনায় আরো ২ আটক
প্রকাশিত : ২৩ জানুয়ারি, ২০২১
আপডেট : ১ মাস আগে

সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম বিআইডিসি এলাকায় ছুরিকাঘাতে নাঈম আহমদের খুনের ঘটনায় তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ। আজ শুকবার আরো 2জন গ্রেফতার করা হয়েছে ১) প্রিন্স হিমেল(১৬ পিতা- হেবল ফুলিয়া
সাং-চর খুলী, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ।
বর্তমানে- বাসা নং পুষ্পায়ন ৪৬, সেনপাড়া শিবগঞ্জ,শাহপরান (রহঃ) থানা, এসএমপি সিলেট।২) মোহাম্মদ অলি আহমদ(১৭)
পিতা- হেলাল উদ্দিনসাং- সেলিমপুর ভাদেশ্বর থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট। বর্তমানে- বাসা নং পুষ্পায়ন ১৩/১ সেনপাড়া শিবগঞ্জ, শাহপরান (রহঃ) থানা, এসএমপি সিলেট।