নবী গো প্রভুকে বলো না
প্রকাশিত : ২৭ জুন, ২০২০
আপডেট : ৮ মাস আগে

4 - 4Shares
কবির মাহমুদ:
প্রভু গো—
তোমার কি দয়া হয় না!
আজ তোমার হাবীব বেঁচে থাকলে কি পারতে?
তুমি না তোমার হাবীবকে খুব ভালোবাসতে!
একটু মায়ার দৃষ্টিতে তাকিয়ে দেখো না
তোমার হাবীবের উম্মতের দিকে।
তোমার হাবীবের প্রিয় উম্মত আজ দিশেহারা!
তোমার দিকে তাকিয়ে আছে দিশেহারা এই পৃথিবী !
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতি
সবাই মেনে নিয়েছে তোমার এই অসীম ক্ষমতা।
নবী গো—
তুমি একটু বলো না তোমার হাবীবকে
আমাদের ক্ষমা করে দিতে।
একটু করুণার দৃষ্টিতে তাকাতে।
বন্যা, বৃষ্টি, করোনা সকল মহামারী থেকে
আমাদের মুক্তি দিতে।
আমরা যে তোমার সেই অসহায় এতীম উম্মত
যাদের জন্য তুমি রাতের আঁধারে
তোমার হাবীবের কাছে
সর্বদা সেজদাতে মাথা নত করে কাঁদতে।
4 - 4Shares