নবীগঞ্জ সিএনজি শ্রমিকদের সঞ্চয়কৃত টাকা প্রত্যেক সদস্যের মধ্যে বিতরণ
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০
আপডেট : ৯ মাস আগে

নবীগঞ্জ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমন রোধে ও আসন্ন রমজান কে সামনে রেখে নবীগঞ্জ সদর সিএনজি বড় স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের সঞ্চয়কৃত টাকা সংগঠনের ৭২ জন সিএনজি শ্রমিকদের সদস্যদের মধ্যে ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।গতকাল সোমবার (২০ এপ্রিল) বিকেলে সভাপতি রায়হান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দুরুদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের মধ্যে টাকা রিতরণ করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীসহ সিএনজি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ।