নবীগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির_ভারপ্রাপ্ত_চেয়ারম্যান_তারেক_রহমানের_নির্দেশে ২য় ধাপে নবীগঞ্জ_উপজেলা_ছাত্রদলের_খাদ্য_সামগ্রী_বিতরণ করা হয়। সেমাবার বিকেলে ২য় ধাপে নবীগঞ্জ উপজেলার ৭ নং ইউপির পুরুষ উত্তমপুর গ্রামে করোনা আক্রান্ত রোগী ও লক ডাউনকৃত পরিবারের মধ্যে আমেরিকা জর্জিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান_আহমেদ_রাহির সার্বিক সহযোগিতায় ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোঃ_জিয়াউল_ইসলাম_জিয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আল_আমিন, সহিদুল ইসলাম ,রুবেল আহমেদ, আনোয়ার হোসাইন ,নবীগজ সরকারি কলেজ ছাত্রদল নেতা জুমান মিয়া ,মারুফ চৌধুরী, নবীগঞ্জ পৌর ছাত্রদল নেতা হুমায়ুন কবির, রেদোয়ান চৌধুরী, শেখ সুমন প্রমুখ।