নবীগঞ্জে দু’ইউনিয়নের মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন মিলাদ গাজী এমপি
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০
আপডেট : ৯ মাস আগে

নবীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী শাহ নওয়াজ মিলাদ করোনা ভাইরাস সংক্রমণের কারণে তাঁর নির্বাচনী এলাকা নবীগঞ্জ উপজেলার দু’টি ইউনিয়নের কর্মহীন অসহায় ৪ শ’ মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছেন। তিনি আজ ২০ এপ্রিল সোমবার সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার ১০ নং দেবপাড়া ও ১১ গজনাইপুর ইউনিয়নের ৪ শ জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ইউপি চেয়ারম্যান আবদুল মুকিত চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দ।