নগরীর জিন্দাবাজারে ”ওয়েল ফুড”সিলেটের ৭ম শাখার উদ্ভোধন
প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯
আপডেট : ৩ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক : নগরীর জিন্দাবাজারে চট্রগ্রামের বিখ্যাত ”ওয়েল ফুড” সিলেটের ৭ম শাখার উদ্ভোধন। বৃহস্পতিবার সকালে দোয়া মাহফিলের মাধ্যমে ফিতা কেটে উদ্ভোধন করেন অনুষ্টানের অতিথিবৃন্দ। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নাসিম হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ওয়েল ফুড সিলেটের পার্টানার শাহ গ্লোবালের ডিএমডি উবায়দুল হক শাহীন, বিশিষ্ট মুরব্বি আলহাজ আব্দুল বারী, তরুন সমাজকর্মী জাহিদ হাসান, ওয়েল ফুডের জিএম জিয়াউল হক,রক্তিম মাহবুব, জালাল আহমদ,আজিম উদ্দিন ,দেলওয়ার খাঁন,মাছুম আহমদ,শায়েস্তা মিয়া,আবারাম তালহা,দেলওয়ার,রাকেশ ,বাবুল তানজিম ফরিদ,আবু জাবের প্রমুখ ।