নগরীর কাস্টঘর এলাকায় যুবক খুন
প্রকাশিত : 08 November, 2019
আপডেট : ১ মাস আগে

সিলেট নগরের এক যুবক খুন হয়েছেন বলে জানাগেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারনা করছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সোয়া ৭ টার দিকে নগরের কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কোতোয়ালী থানার একদল পুলিশ টহলকালে সন্ধ্যার পর আহত হয়ে পড়ে থাকা অবস্থায় ওই যুবককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের ডান হাঁটুর উপরে ছুরিকাঘাত এবং রক্তক্ষরণ হতে দেখা গেছে।
এছাড়া খুনের প্রাথমিক কিছু আলামত পাওয়া গেছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।