দয়াল নবী
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০১৮
আপডেট : ২ বছর আগে

তাসলিমা খানম বীথি:
আগুনের ভয়ে
পোকা মাকড়ের ভয়ে
মন কাঁদে নিশীতে অন্ধকারে।
হাশরের দিনে
আমলনামার হিসাব নিয়ে
ভয়ে থাকি সারাক্ষনে।
কিভাবে দাঁড়াবো
আল্লাহর সামনে।
মনে পড়ে যায়
সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ট।
সমগ্র মানবজাতির রহমত স্বরূপ।
দয়াল নবী, বিশ্বনবীর কথা।
মনকে শান্ত করি
শক্ত হাতে ঈমান ধরি।
যামীন হবেন তিনি
হব জান্নাতবাসী।