দ্বিতীয় ইয়ুথ কনক্লেভে অংশ নিতে নেপাল যাচ্ছেন সিলেটের সোহাগ

দ্বিতীয় নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভে অংশ নিতে আগামী মার্চে নেপাল যাচ্ছে সিলেটের সোহাগ। আন্তর্জাতিক এ সম্মেলনটিতে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করতে সমস্যাগুলির বিষয়ে আলোচনা করার জন্য নেপাল- বাংলাদেশ তরুনদের একটি প্ল্যাটফর্ম তৈরী করা। উদ্দেশ্য জলবায়ু পরিবর্তন, এসডিজি, বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন, বন্ধুত্বপূর্ণ পরিবেশে অভিবাসন ইত্যাদির বিষয়ে আলোচনা করা হবে। সম্মেলনটিতে বাংলাদেশ থেকে ১০০ জন তরুণ এবং নেপাল থেকে ১০০ জন তরুণ ও সাউথ এশিয়ার অন্যান্য দেশ গুলো থেকে ৫০ জন তরুণ তরুণীরা অংশগ্রহন করবে।এই সম্মেলনটি মার্চের ১৭-১৯ নেপালের ইটাহারি,সানসুরি ইয়ুথ ডেভলাপমেন্ট সেন্টারে অনুস্টিত হবে।তারেক আহমেদ সোহাগ সিলেটের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শেষ বর্ষে অধ্যায়রত এবং বর্তমানে সিলেটে গ্লোবাল ইয়ুথ লিডারশীপ এক্টিভিটি’স নামের একটি ইয়ুথ অর্গানাইজেশননের প্রতিষ্টাতা প্রেসিডেন্ট হিসেবে তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছেন।