দেশের কল্যাণ, মানবজাতির কল্যাণ ও সৌন্দর্যের জন্য লেখতে হবে

সিলেট এক্সপ্রেস ডেস্ক: লেখকদেরকে দেশের কল্যাণ বা মানব জাতির কল্যাণ এবং সৌন্দর্য্য সৃষ্টির জন্য লেখতে হবে, তাহলেই আমাদের লেখালেখি সার্থক হবে। যশের জন্য নয়, ভালো লেখা হলেই যশ আসবে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১০৩৪তম সাহিত্য আসরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার উদ্ধৃতি দিয়ে সভাপতির বক্তব্যে সেলিম আউয়াল একথা বলেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন কবি মুকুল চৌধুরী, কবি মুহিত চৌধুরী, কবি বাছিত ইবনে হাবীব, কবি মামুন সুলতান। সাহিত্য সংসদের জীবন সদস্য তাসলিমা খানম বীথির সঞ্চালনায় লেখাপাঠে অংশ নেন সালেহ আহমদ খসরু, সিরাজুল হক, আব্দুল হক, এম আশরাফ আলী, কুবাদ বখত চৌধুরী রুবেল, হেলাল উদ্দিন দাদন, মো. সাজ্জাদুর রহমান, বাহা উদ্দিন বাহার, মাসুমা টফি একা, ওলি উল্লাহ, জেনারুল ইসলাম, মাহফুজ শুভ, জিয়াউল হক। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জিয়াউল হক। সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন ছড়াকার এখলাসুর রাহমান, মো. মঈনউদ্দীন, আব্দুল কাদির জীবন, কামাল আহমদ, জুবের আহমদ সার্জন, হাসান মাহমুদ, এহসানুল আমিন, মাহমুদ হাসান, রায়হান কবির, মো. আজমল হোসেন, শেখর চন্দ্র বোধ, সালেহ আহমদ খসরু, মকসুদ আহমদ প্রমুখ।