দেশকে মাদকমুক্ত করতে হলে খেলাধুলার বিকল্প নেই

ফারহান আহমদ চৌধুরী: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, দেশকে মাদকমুক্ত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা দরকার। সিলেট সোল্জার বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত ৪র্থ প্রিমিয়ার লীগের জার্সি উম্মোচন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল শনিবার ১৫ ডিসেম্বর রাতে সিলেট নগরীর মজুমদারীস্থ সিলেট সোল্জার বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত ৪র্থ প্রিমিয়ার লীগের জার্সি উম্মোচন করা হয়।
সিলেট সোল্জার বয়েজ ক্লাবের সভাপতি কামরান জাহান বাপ্পির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজুমদারী যুব কল্যাণ পরিষদের প্রতিষ্টাতা সভাপতি বজলুর রহমান বাবুল, প্রতিষ্টাতা সাধারন সম্পাদক আকরার বকত মজুমদার, বৃহত্তর মজুমদারী পাঞ্চায়েত সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, মজুমদারী যুব কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক শামিম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী হক সাহেব।
অন্যান্যোর উপস্থিত ছিলেন চৌধুরী নুর তামাম, রাসেল আহমদ, রহিম আহমদ, কামরান আহমদ চৌধুরী, সিলেট সোল্জার বয়েজ ক্লাবের উপদেষ্টা মাহবুবুর রহমান মাহবুব, রিয়াজ আহমদ, আনিস আহমদ, আবুল বাসার ইমাদ, তুষার আল বাইজিদ, হক নেওয়াজ সিদ্দিকি, সাইফুর রহমান ইমন, আব্দুল কাদির, সাব্বির আহমদ, সানবির আহমদ শাওন, মাসুদ রানা, মিলাদ আল রাফাত, সিপন আহমদ, রাহিন আহমদ নাহিদ প্রমুখ।