দুর্গা পূজায় রোটারি ক্লাব সিলেট সাউথ কাপড় বিতরন
প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০১৯
আপডেট : ২ বছর আগে

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রোটারি ক্লাব সিলেট সাউথ উদ্যোগে দক্ষিন সুরমার আলমপুরে সনাতন ধর্মালম্বীদের মধ্যে কাপড় বিতরন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী পিএইচএফ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জুনেদ আলীর পরিচালনায় কাপড় বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি ইঞ্জিনিয়ার রোটরিয়ান এম এ লতিফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইপিপি রোটারিয়ান জুবায়ের আহমদ পিএইচএফ, পিপি রোটারিয়ান ড. আর কে ধর, রোটারিয়ান দিপক চক্রবতী,মনজুর চেীধুরী প্রমূখ।