দু’দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন আগামী শুক্রবার দুই দিনের সফরে সিলেটে আসছেন। পররাষ্ট্রমন্ত্রীর সিলেট সফরসূচিতে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। পরে ধোপাগুলে সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। মধ্যাহ্ন বিরতির পর বেলা পৌনে ৩টার দিকে মোগলগাঁও ইউনিয়নে সুরমা নদীভাঙন রক্ষা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। এ দিন সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের মিলনায়তনে সিলেটের সাম্প্রতিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। পরদিন শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের মধ্যে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন ড. মোমেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।
দুপুর সাড়ে ১২টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন মন্ত্রী। বিকেলে জেলা স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন এ কে আবব্দুল মোমেন।