দিরাইয়ে রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

সিলেট এক্সপ্রেস ডেস্ক: রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘দিরাই থানা গ্রুপ’। গতকাল রবিবার দিরাই উপজেলা গনমিলনায়তনে সংগঠনের পরিচালক ইমরান আহমদের সভাপতিত্বে ও এসএম সায়েমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী বলেন, মানুষের জন্য মানুষ এমন চিন্তা চেতনায় সবাইকে এগিয়ে যেতে হবে। মানবাধিকার ও মানুষের বেঁচে থাকার প্রয়াসে বন্ধু হয়ে পাশে দাঁড়ানো দিরাই থানা গ্রুপ সমাজের দারিদ্র্যতা দূরীকরণ এবং সমাজকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, দিরাই কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার ও শিক্ষক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ১৩০ জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।