দাউদপুর ইউনিয়ন যুবলীগের কমিটি স্থগিত
প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০
আপডেট : ২ মাস আগে

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার আওতাধীন দক্ষিন সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন যুবলীগের সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারন সম্পাদক মো. শামীম আহমদ কমিটির সকল কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান। এর আগে গত ২৮ নভেম্বর দক্ষিন সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন দক্ষিণ সুরমা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। কমিটি গঠনের পরই তৃণমুল নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করে। নানা অভিযোগ এনে ৫১ সদস্যের মধ্যে অধিকাংশ সদস্য জেলা যুবলীগের কাছে পদত্যাগ পত্র জমা দেন এবং কমিটি স্থগিত করার জোর দাবি জানান।