দাঁড়িয়াপাড়ায় বাসার ছাদে কিশোরী ধর্ষিত, অভিযুক্ত কলেজ ছাত্র

3 - 3Shares
সিলেটএক্সপ্রেস সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় বাসার ছাদে ফের কিশোরী (১৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। কিশোরী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে। এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই সিলেটে অনুরুপ আরেকটি ঘটনা ঘটল।
এ ঘটনায় অভিযুক্ত রাকিব হোসেন নিজু (২০) সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী নিজু দাড়িয়াপাড়ায় বসবাস করে।
ধর্ষণের শিকার কিশোরীর মায়ের অভিযোগ, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে বাসার ছাদে ধর্ষণ করে ওই কিশোর।’ এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনা ঘটেছে ২৯ সেপ্টেম্বর। এ ঘটনায় শুক্রবার রাতে ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। মেয়েটি স্কুল ছাত্রী। মায়ের বরাত দিয়ে জ্যোতির্ময় জানান, ছেলেটি বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে তার মেয়েছে ধর্ষণ করে বলে জানিয়েছেন। শুক্রবার ভুক্তভোগীর পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছে।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর রাতে এম সি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
3 - 3Shares