দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দোয়া মাহফিল সম্পন্ন

19 - 19Shares
শেখ সাব্বির::-হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে দরগা বাজারের প্রবীণ ব্যবসায়ী মুফতি মোছলেহ উদ্দিন আহমদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল ২২ শে ফেব্রুয়ারি রোববার নগরীর দরগা গেইটে সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি কবীর চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সমিতির ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা আশরাফুল হক। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মুফতি নেছার উদ্দিন, সহসভাপতি জুনেদ আহমদ শওকত, মুহাম্মদ লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, অর্থ সম্পাদক শাকের আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ মাহবুব, আইন বিষয়ক সম্পাদক মো. সাজেদুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক মো. হেলাল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ খলিলুর রহমান কামরান, সদস্য এস.এম মোরশেদ আহমদ টিপু, শাহ মো. এমদাদুর রহমান, তানিমুল ইসলাম এবং মুফতি আবেদ প্রমুখ।
19 - 19Shares