বাসের ধাক্কায় এক পথচারী নিহত
প্রকাশিত : ০১ জুলাই, ২০১৮
আপডেট : ৪ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক: দক্ষিণ সুরমা বাসের ধাক্কায় এক পথচারী নিহত। সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে এনা পরিবহনের বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল ইসলাম। তিনি বিশ্বনাথের দশঘর গ্রামের বাসিন্দা।
জানা যায়, নাজিরবাজারে দ্রুতগতির এনা বাস শামসুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।